রাশিয়ায় আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফেরাচ্ছেন দেব

এইচ এন ডেস্ক, ১৬ জুন: লকডাউনে বিভিন্ন জায়গায় আটকে পড়া শ্রমিক, পড়ুয়া, ব্যবসায়ী এমনকি পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। তিনি কখনো নেপালে আটকে থাকা শ্রমিকদের শিলিগুড়ি হয়ে ঘরে ফিরিয়েছেন। আবার কখনো জম্মু কাশ্মীরে আটকে থাকাদের। দুবাইতে আটকে থাকা শ্রমিক, স্বর্ণ ব্যবসায়ী এয়ারলিফট এর মাধ্যমে ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছেন। বাদ যায়নি কুয়েত কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকরা। এবার উদ্যোগ নিলেন রাশিয়া থেকে আটকে থাকা পড়ুয়াদের ফিরিয়ে আনতে।

আগামী ২৮ জুন রাশিয়ার মস্কো থেকে ওই ৭৭ জন পড়ুয়ারা কলকাতা ফিরবে। এখন তাদের ফেরানোর জন্য যাবতীয় কাগজপত্র তৈরি হচ্ছে। উল্লেখ্য লকডাউনে আটকে পড়া ওই পড়ুয়ারা টুইট করে ঘরে ফেরার কাতর আর্জি জানায়। বিষয়টি লক্ষ্য করেন অভিনেতা দেব। তারপরে যোগাযোগ করেন তিনি রাশিয়ায়। এবার ঘরে ফিরবে আর তাতেই খুশি ওই পড়ুয়া ও তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে “বন্দেভারত মিশন” এর অধীনে এয়ারলিফট করে তারা ফিরবেন।