উত্তর দিনাজপুর, ৪ মে: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের হানা অব্যাহত রয়েছে। বুধবার সকালেই সিআইএসএফ নিয়ে দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান। একসাথে কৃষ্ণ কল্যানীর বাড়ি, রয়্যাল এনফিল্ড শো রুম, কল্যানী সলভেন্ট, ওয়া-বাজার, কারখানা, বিধায়কের কার্যালয় সহ সমস্ত প্রতিষ্ঠানে হানা দেন। বাড়ি সহ প্রতিটি জায়গায় থেকে কাউকে বেরতে দেওয়া হয়নি এবং ঢুকতেও দেওয়া হয়নি। প্রত্যেকের ফোন বন্ধ করে দেওয়া হয়েছে।
২৪ ঘন্টা ধরে তল্লাশি চলছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের কৃষ্ণ কল্যাণীর তেলের মিলে। গতকাল সকাল সাড়ে আটটা থেকে আয়কর দফতরের পক্ষ থেকে শুরু হয় তল্লাশি। যা আজও চলছে। এদিকে গতকালের পর আজকেও শ্রমিকদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মূলত তাঁরা তেলের মিলের অফিসের বিভিন্ন লেনদেনের নথি খতিয়ে দেখছেন।
অন্যদিকে, বিধায়কের, রয়্যাল এনফিল্ড শোরুমে অব্যাহত রয়েছে। তবে দুই দিনের তল্লাশিতে কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়।
জানা গিয়েছে, গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ ( Raiganj ) থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী ( Krishna Kalyani )। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন। তারপর থেকে তাকে তৃণমূলের কর্মসূচিতেই দেখা যায়। বর্তমানে তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন।