Home রাজ্য উত্তরবঙ্গ রান্না করা খাবার দিয়ে খুশি ওরা

রান্না করা খাবার দিয়ে খুশি ওরা

“স্ট্যান্ডস ফর নিডি” গ্রুপ ফুলবাড়ির পুটিমারী গ্রামে সমস্ত অভাবী লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা এই এলাকার সমস্ত অভাবী লোকদের রান্না করা খাবার পরিবেশন করছে। এই লকডাউন চলাকালীন কাজ তারা প্রতিদিনই খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছে পুটিমারি এলাকায় টানা ৬ দিন ধরে খাবার বিলি করেছে এই এলাকার অসহায় মানুষদের। অন্তত একবেলা পেট ভরে খাওয়ার আয়োজন এই গ্রুপের। ডিম ভাত দেওয়ার ব্যবস্থা করে সংগঠনের সদস্যরা। তাদের উদ্যোগকে খুশি এলাকায় বাসিন্দারা। সংগঠনটির পক্ষে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও উদ্যোগ অব্যাহত রাখবে। গ্রামাঞ্চলে সমস্ত অভাবী ব্যক্তিদের এই উদ্যোগে খুশি হয় তারা।