Home রাজ্য উত্তরবঙ্গ রানিডাঙ্গায় আগুনে পুড়ল কাপড়ের দোকান ক্ষয়ক্ষতি অনেক

রানিডাঙ্গায় আগুনে পুড়ল কাপড়ের দোকান ক্ষয়ক্ষতি অনেক

রানিডাঙ্গা, ২৭ ফেব্রুয়ারি: গভীর রাতে আগুন লেগে পুড়ে গেল দোকান। শিলিগুড়ি শহর লাগোয়া রানিডাঙ্গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রথমে ধোয়া দেখা যায়। নিমিষেই ধোঁয়া থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয় দোকানদাররা বিষয়টি দেখে খবর দেন আশেপাশের মানুষদের। তাঁরা প্রথমে আগুন নেভাতে হাত লাগান। কিন্তু শাটার বন্ধ থাকায় সেভাবে পেরে ওঠেননি। ডাকা হয় দমকলকে। দমকলের পরপর দুটো ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ঘরের কাপড়চোপড় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের আশেপাশের দোকানগুলো আগুনের থেকে রক্ষা করেন। তবে বর্মন বস্ত্রালয়কে রক্ষা করা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা। দোকানের মালিক কুসুম চন্দ্র বর্মণ বলেন, জানিনা কি করে আগুন লাগল। এদিন আমি ধূপকাঠি পর্যন্ত জ্বালাইনি। ঘরে কোন দেশলাই ছিল না। তাহলে আগুন লাগার কারণ কি ? শর্ট সার্কিট থেকে আগুন কিনা তা জানতে তদন্ত শুরু করছে দমকল। এদিকে আগুন লাগায় নিঃস্ব হয়ে পড়া ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলছে ব্যবসায়ী সমিতি। কিভাবে তাকে সহায়তা করা যায় সে বিষয়েও দেখা হচ্ছে।
প্রতিবেদন: মোঃ আকবর।