Home রাজ্য রাজ্যে প্রতি সপ্তাহে দুইদিন লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার

রাজ্যে প্রতি সপ্তাহে দুইদিন লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার

কলকাতা, ২০ জুলাই: প্রতি সপ্তাহে দুই দিন গোটা রাজ্যে লকডাউন থাকবে। এই চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন। পরবর্তী সপ্তাহে বার পরিবর্তন হবে কি না পরে জানানো হবে। সোমবার লকডাউমের ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে । সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক চেহারা নিচ্ছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২২৭৮ জন সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে রাজ্য সরকার।
একথা মাথায় রেখেই চলতি সপ্তাহে দু’দিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রতি সপ্তাহে দিন বদলে যেতে পারে। সেটা আগাম জানিয়ে দেবে সরকার।