কোচবিহার, ১ জুলাই: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বারবার অশান্তি সৃষ্টি হয়েছে কোচবিহার জেলায়। বিশেষকরে দিনহাটাতে অশান্তি যেন থামার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আজ রাজ্যপালকে সেই অভিযোগ জানাতে হাজির হন বিরোধী দলের নেতৃত্বরা।
গতকাল থেকে কোচবিহারে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কোচবিহারের বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ দলের বিধায়করা। এছাড়া সিপিএম ও কংগ্রেসের নেতৃত্বরাও ছিলেন। বিরোধীরা রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ জানান। এছাড়া তারা রাজ্যপালের কাছে কোচবিহারের ঘটনাগুলি তুলে ধরার পাশাপাশি ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দাবি রাখেন।