রাজগঞ্জ, ৭ জুন: জলপাইগুড়ির রাজগঞ্জে নতুন করে একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে । রাজগঞ্জের ভোলাপাড়া এলাকার ৩৫ বছরের এক মহিলা করোনা আক্রান্ত । তাকে জলপাইগুড়ির বিশ্ববাংলায় কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির কলকাতা থেকে ফেরত এক নার্সের ছাত্রীর করোনা ধরা পড়েছিল । তখন তার পরিবারের সদস্য ও আত্মীয় সহ বেশকয়েক জনের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল রাতে সেই রিপোর্ট আসে । তার মধ্যে রাজগঞ্জের ওই মহিলার পজিটিভ এসেছে । মহিলাটি গড়ালবাড়ির ওই ছাত্রীর সম্পর্কে দিদি বলে জানা গিয়েছে ।
এই নিয়ে গত চার দিনে রাজগঞ্জে করোনা আক্রান্ত হল ৫ জন। বাকিরা হল ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত, ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত, ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত, এবং বেলাকোবায় ।
প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।