রাজগঞ্জ, ২৮ অগাস্টঃ রাজগঞ্জের পানিকৌরি এলাকার তিস্তা সেফ হোম থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি । অভিযুক্তের নাম মহম্মদ রেজ্জাক । তাঁর বাড়ি বানারহাট এলাকায় । এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশিতে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণ হওয়ায় জলপাইগুড়ি জেল থেকে ৩৪ জনকে রাজগঞ্জের দুইটি সেফ হোমে চিকিৎসার জন্য পাঠানো হয়। তার মধ্যে ১৬ জন ছিল তিস্তা সেফ হোমে। ওই বন্দিদের মধ্যে মহম্মদ রেজ্জাকও ছিল। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা চলছে। বুধবার রেজ্জাকের লালারস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তাকে পুনরায় জেলে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এরমধ্যে সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ওই সেফ হোমের দোতলা থেকে শৌচালয়ের জানালা ভেঙে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এক বিচারাধীন বন্দি সেফ হোম থেকে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।