রাজগঞ্জের কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রের প্রতিনিধিদল

রাজগঞ্জ, ২৭ এপ্রিল: সোমবার রাজগঞ্জের লায়ন্স হাসপাতালে কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রের প্রতিনিধিদল। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল রানিডাঙ্গা এসএসবি ক্যাম্প থেকে বের হয়ে সোজা চলে যান ফুলবাড়িতে। ফুলবাড়ি বাইপাসে দূরপাল্লার ট্রাক চালকদের সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে চলে যান শিলিগুড়ি শহরে। সেখানে গিয়ে কয়েকটি জায়গা পরিদর্শন করার পর রওনা হন জলপাইগুড়ির দিকে। পথে রাজগঞ্জের করতোয়ায় লায়ন্স গ্রুপের হাসপাতলে কোয়ারান্টিন সেন্টারে যান। ওই কোয়ারান্টিন সেন্টারে একজন পুলিশ কর্মী সহ ভিন রাজ্য ও ভিন জেলার মোট ১৩ জন ভর্তি রয়েছে। প্রতিনিধি দলটি কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। কী ধরনের ব্যবস্থা রয়েছে তার খোঁজ নেন। এরপর ওই প্রতিনিধিদলটি চলে যান জলপাইগুড়ি শহরের দিকে। জলপাইগুড়িতে কয়েকটি জায়গা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।
করোনা পরিস্থিতি ও লকডাউন সঠিকভাবে মানা হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ নিতে গত ২০ এপ্রিল পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিলিগুড়িতে পৌঁছেছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি শিলিগুড়ির শহরের বিভিন্ন বাজার, কোয়ারেন্টিন সেন্টার এবং শিলিগুড়ি মহাকুমার বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন। কালিম্পংয়েও গিয়েছেন প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলের প্রধান বিনীত যোশি জানিয়েছেন, করোনা এবং লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। কিন্তু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করছে এবং কিছু ক্ষেত্রে সহযোগিতা মিলছে না। সাধারণ মানুষ মাস্ক তেমন ব্যবহার করছে না। সামাজিক দূরত্ব এবং লকডাউন মানা নিয়েও অভিযোগ রয়েছে কেন্দ্রের প্রতিনিধি দলের।