Home রাজ্য উত্তরবঙ্গ রাজগঞ্জের করোনা পরিস্থিতির খোঁজ নিলেন গৌতম দেব

রাজগঞ্জের করোনা পরিস্থিতির খোঁজ নিলেন গৌতম দেব

রাজগঞ্জ, ৯ এপ্রিল: ভিন রাজ্য থেকে ফেরত লোকগুলি সঠিকভাবে হোম কোয়ারেন্টিনে রয়েছে কি না সে ব্যাপারে খোঁজখবর নিতে রাজগঞ্জ ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে বৈঠকে
রাজগঞ্জ ব্লকে হোম কোয়ারেন্টিনে থাকা লোকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রেশন ব্যবস্থার খোঁজখবর নেন।
পর্যটন মন্ত্রী বলেন, রাজগঞ্জ ব্লকে প্রায় ১২০০ জন ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া ১৩ জনকে রাজগঞ্জের লায়ন্স হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি কিছু যাযাবর ও পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন। তাদেরকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে। রেশনে খাদ্য সামগ্রী বিতরণ ও কুপন বিতরণ সঠিকভাবে হচ্ছে কি না সে ব্যাপারে ও খোঁজ নেন পর্যটন মন্ত্রী।

বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিডিও এন সি শেরপা, বিএমওএইচ শুভদীপ সরকার সহ ব্লক প্রশাসনের অন্যান্যরা।