রাজগঞ্জ, ২ মে: রেশনে খাদ্য সামগ্রী বন্টনে দুর্নীতির অভিযোগে রাজগঞ্জের পাগলা হাটের রেশন ডিলারকে সাসপেন্ড করেছে প্রশাসন। অভিযুক্ত ডিলারের নাম সুধীর কুমার রায়। ওই ডিলার মৃত উপভোক্তার রেশন আত্মসাৎ করছে বলে অভিযোগ। শুক্রবার এক উপভোক্তার মৃতের রেশন কার্ড সহ চারটি কার্ডের খাদ্য সামগ্রী এন্ট্রি করে ২০ কেজি চালের স্লিপ দেওয়া হলেও তাকে দেওয়া হয় ১৫ কেজি চাল। এরকম কয়েকটি ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাদ্য সরবরাহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয়রা ডিলারের বিরুদ্ধে আত্মসাতের কয়েকটি প্রমাণ তুলে ধরেন। অবশেষে ডিলারকে থানায় নিয়ে যায় পুলিশ।
এক উপভোক্তা বলেন, তার বাবা মারা যাওয়ার পর প্রায় ৬ বছর আগে রেশন কার্ড জমা দিয়েছেন ডিলারের কাছে। এতদিন বাড়িতে থাকা তিনটি কার্ডের বিনিময়ে খাদ্য সামগ্রী পেয়েছেন। কিন্তু এদিন মৃতের রেশন কার্ড সহ চারটি কার্ডের খাদ্য সামগ্রী এন্ট্রি করে ২০ কেজি চালের স্লিপ দেওয়া হলেও তাকে দেওয়া হয় ১৫ কেজি চাল। অপর এক উপভোক্তা বলেন, তার ঠাকুমা মারা যাওয়ার পর ডিলারের কাছে তার ঠাকুরমার রেশন কার্ড জমা দেন। পরিবারের বাকি সাতটি কার্ডের খাদ্য সামগ্রী এত বছর পেয়েছেন। কিন্তু এদিন স্থানীয়রা ডিলারের বিরুদ্ধে সরব হওয়ায় তাকে আটটি কার্ডের খাদ্য সামগ্রী দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় শর্মা বলেন, ওই ডিলারের বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে। এদিন হাতেনাতে ধরা হয়। তাই তারা রেশন ডিলারকে বাতিলের দাবিতে জানান। অবশেষে ওই ডিলারকে সাসপেন্ড করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।