Home Uncategorized রহস্যময় বিস্ফোরণে অনেকগুলো প্রাণ চলে গেল

রহস্যময় বিস্ফোরণে অনেকগুলো প্রাণ চলে গেল

ঢাকা, ৮ মার্চ: এখনও ১৭জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। আজকেও চলবে উদ্ধারকাজ। মঙ্গলবার দোলের দিন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান। বিকেলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেখানকার ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ এর বাস কাউন্টারের পাশে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে ঢাকা প্রশাসন।
এদিন বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে বিআরটিসির বাস কাউন্টারের পাশে। একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোনও জঙ্গী সংগঠন এই বিস্ফোরন ঘটিয়েছে। তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরনের দায় কোনও জঙ্গিগোষ্ঠীই স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যাও বেড়ে হয়েছে শতাধিক। এ ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ১১ জনকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। এছাড়া হাসপাতালে যাওয়ার পরে আরও ৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুই জন নারী এবং ১৪ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে। মর্গের ভেতরে স্বজনরা লাশ শনাক্তের চেষ্টা করছেন।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া ইউনিটে ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও ডাক্তারসহ ৩টি অ্যাম্বুল্যান্স রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা ভবন নিচতলায় সেনিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে অনেক ভবনের কাঁচ। বিস্ফোরণের সময় বাসযাত্রী থেকে পথচারী সবাই আহত হয়েছেন।