শিলিগুড়ি, ১ মার্চ: কি সেই চশমা। চলছে তদন্ত। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করছে।
অনেকে বলছেন, এই চশমা পড়লে নাকি এক্সরের মতো দেখা যাবে দেহের গোপন অঙ্গ! হাড়গোড়।
আর এই এই গুজবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বিতর্ক শুরু হয়েছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়িতে।
পুলিশ গিয়ে চশমা আটক করে।
যেই বাড়িতে চশমা পাওয়া গেছে তাতে সেই বাড়ির একজনের দাবি। চশমা কিনতে এবং বিক্রি করতে আসা বিদেশীরা। তারা চশমা ফেলে পালিয়ে গেছে।
যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে চশমা সেই বাড়ির মালিক আটক। বহু পুরাতন চশমা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পাওয়া গেছে একটি দলিল। চশমার ইতিহাস লেখা রয়েছে তাতে। পুরোপুরি রহস্যময় চশমা।