এইচ.এন.ডেস্ক, ১৪ জুন; বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। রবিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। মাত্র ৩৪ বছরেই কেন আত্মহত্যা করলেন তার উত্তর খুঁজছে বলিউড এবং পুলিশ।
জানা গিয়েছে, মাত্র কয়েকদিন আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়নের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে মুম্বইয়ের মলাডের একটি বহুতলের নীচ থেকে দিশার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকে যন্ত্র অবসাদে ভুগছিলেন। ওই কয়েকদিনের মধ্যেই আত্মহত্যা করলেন সুশান্ত নিজেই। ঘটনার কথা শুনে শোকে মূহ্যমান গোটা বলিউড ও দেশজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্ত।
এম এস ধোনি (দ্য আনটোল্ড স্টোরি), পিকে, কেদারানাথ, কাই পো ছে-র মতো একের পর এক জনপ্রিয় সিনেমায় তাঁর অভিনয় মন জয় করেছিল প্রত্যেকের। সেই সুশান্তই হঠাৎ আত্মহত্যা করলেন, মানতে পারছেন না অভিনেতার আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবরা।