রাজগঞ্জ, ১০ এপ্রিল: করোনার প্রকোপ শুরু হওয়ায় বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে। তা নিরসনে এগিয়ে এলো জলপাইগুড়ি জেলা পুলিশ। শুক্রবার রাজগঞ্জ থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজগঞ্জ বিডিও অফিসে এই রক্তদান শিবিরে পুলিশের আধিকারিক, পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা রক্তদান করেন।
সিআই দ্বীপোউজ্জল ভৌমিক বলেন, করোনা প্রকোপ শুরু হওয়ায় বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে রক্তদানের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রায় প্রতিটি থানা ও ফাঁড়িতে রক্তদান শিবির করা হচ্ছে। পুলিশের আধিকারিক, পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা রক্তদান করছেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে জমা দেওয়া হবে। সিআই ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার ওসি কেশাং লামা, বেলাকোবা ফাঁড়ির ওসি সুব্রত সাহা প্রমূখ।