Home রাজ্য উত্তরবঙ্গ যেন পাতাঝরার বসন্ত, নতুন বর্ষের প্রথম দিনের শীতে

যেন পাতাঝরার বসন্ত, নতুন বর্ষের প্রথম দিনের শীতে

শিলিগুড়ি, ১ জানুয়ারি: আজ যেন বছরের শুরুটা শুরু হল একটু অন্যরকম আবহাওয়া দিয়ে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বহু জেলাটেব0আজ যেন বসন্ত নেমেভেল। তার মধ্যে পয়লা জানুয়ারীতে ঠান্ডায় আবার কেঁপেছে বিকালবেলা। সকাল থেকেই শিলিগুড়ির আকাশ মেঘলা হতে শুরু করে এবং তারসঙ্গে ঠান্ডা বাতাস বইতে শুরু করে।