Home রাজ্য উত্তরবঙ্গ যেন দাবানল! পুড়ে ছাই হয়ে যাচ্ছে জলদাপাড়া জঙ্গল

যেন দাবানল! পুড়ে ছাই হয়ে যাচ্ছে জলদাপাড়া জঙ্গল

ডুয়ার্স, ৩ মার্চ: সোমবার রাত থেকে আগুন জ্বলছে ডুয়ার্সের জলদাপাড়া জঙ্গলে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে সবুজ। সঙ্কটের মুখে বন্য প্রাণীরা। জীবজন্তু। হুমকির মুখে প্রকৃতি, পরিবেশ মানুষ।
জলদাপাড়ার জঙ্গলে এই আগুনের পেছনে কি কি কারন! তা জনসমক্ষে আনতে বনদফতরকে সক্রিয় ভূমিকা পালন করার দাবি উঠছে। আগুন লেগেছে? না লাগানো হয়েেছে? তার তদন্ত চাইছে আম জনতা।