এইচ.এন. ডেস্ক, ১৫ এপ্রিল: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। এদিন তিনি জানিয়েছিলেন লকডাউন নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করবেন। সেইমতো আজ বুধবার গাইডলাইন প্রকাশ করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে বাড়ির বাইরে বের হলেই মাস্ক পড়া বাধ্যতামূলক। যেখানে সেখানে থুথু ফেললে জরিমানা করা হবে। গুটকা ও পান মশলাতেও নিষেধাজ্ঞা রয়েছে। মদ বিক্রিতে ছাড়পত্র দেওয়া হয়নি।
বিমান, ট্রেন ও সড়ক, পরিবহণ পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে। বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ধর্মীয় জমায়েতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক জায়গায় ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। সামাজিক গুরুত্ব অবশ্যই বজায় রাখতে হবে।
প্রত্যেকটি অফিসে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি পর্যাপ্ত স্যানিটাউজারের ব্যবস্থা থাকতে হবে।
২০ এপ্রিলের পর কৃষি, তথ্য প্রযুক্তি এবং ই-কমার্সে ছাড় দেওয়া হবে ৷ ধাপে ধাপে শুরু করা হবে অন্তঃরাজ্য পরিবহণও । এছাড়া দুধ, দুগ্ধজাত দ্রব্য, পল্ট্রি, চা, কফির উৎপাদনে ছাড় দেওয়া হবে।