Home Top News যুবতী মেয়েকে পিটিয়ে মেরে ফেলল জন্মযাত্রী মা! কারণ শুনলে অবাক হবেন

যুবতী মেয়েকে পিটিয়ে মেরে ফেলল জন্মযাত্রী মা! কারণ শুনলে অবাক হবেন

কোচবিহার, ১৫ মার্চ: এমন হারহিম করা ঘটনা শুনলে চমকে যাবেন। নিজের যুবতী মেয়েকে পিটিয়ে মেরে ফেললেন মা। আর মারা হল মায়ের অবৈধ সম্পর্ক জেনে ফেলায় কারণেই নাকি।
এভাবে মেয়েকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মায়েরই বিরুদ্ধে। এমন ঘটনা অন্য কোথাও নয়। এই রাজ্যেই ।
সোমবার ঘটনাটি ঘটে  কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে মা দুর্গা মল্লিক এবং মামা গোপাল বিশ্বাসকে বুধবার গ্রেপ্তার করল মেখলিগঞ্জ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অর্পিতা মল্লিক (২৩)। বুধবার তাঁর কাকা বিমল মল্লিক এবিষয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অর্পিতার মা দুর্গা মল্লিক এবং মামা গোপাল বিশ্বাসের বিরুদ্ধে। তাতে মায়ের অবৈধ প্রেমের সম্পর্ক জেনে ফেলায় মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪১ কামাত চ্যাংরাবান্ধা দেবীকলোনি সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত ওই মেয়ের নাম অর্পিতা মল্লিক(২৩)। মৃতের কাকা বিমল মল্লিক এই ঘটনা নিয়ে বুধবার মেখলিগঞ্জ থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ জনিয়েছেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনজনের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়। তবে এই ঘটনায় জড়িত তৃতীয় ব্যাক্তি সামসের আলমকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের একাংশের বক্তব্য, সামসের প্রভাবশালী বলেই পরিচিত। তার মাথার উপর এই এলাকারই এক বিত্তশালীর হাত রয়েছে বলেই পুলিশের নজরের আড়ালে রয়েছে।

এই ঘটনার পর অন্যতম অভিযুক্ত সামসের প্রভাব খাটিয়ে বিষয়টিকে ধামাচাপা দেবার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, আলিপুরদুয়ারের মাদারিহাট থানা এলাকার বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। মায়ের সম্পর্ক জেনে ফেলাতেই সামসের ও দুর্গা মিলে অর্পিতাকে বাটাম পিটিয়ে খুন করেছে, এমনই দাবি মৃতার কাকা সহ স্থানীয় বাসিন্দাদের। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা অবশ্য জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরাও ধরা পড়বে শীঘ্রই। তদন্ত চলছে।