Home Top News যাত্রী সেজে টোটো ভাড়া, শেষে ছিনতাই করে গ্রেপ্তার দুষ্কৃতী

যাত্রী সেজে টোটো ভাড়া, শেষে ছিনতাই করে গ্রেপ্তার দুষ্কৃতী

মালদা, ২৭ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরের ইটাহার থেকে দুইজন ছিনতাইকারী যাত্রী ছদ্মবেশে টোটো ভাড়া করে।এরপর সামান্য দূরে গিয়ে নির্জন প্রান্তরে টোটো চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বেহুশ করে। তারপর টোটো নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতি।
এই ঘটনায় টোটো মালিক ইটাহার থানায় ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত চালাতে চাঁচল থানার পুলিশের সহযোগিতা নেন ইটাহার থানার পুলিশ।চাঁচল থানার পুলিশ তদন্ত নেমে জানতে পারে জালালপুর পঞ্চায়েত এলাকার ডাহুকা গ্রামের শেখ এজাবুল এই ছিনতাই কাণ্ডে জড়িত।
পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এজাবুল হকের বিরুদ্ধে পূর্বেও টোটো চুরি কাণ্ডে থানায় অভিযোগ রয়েছে। সেই সমস্ত চোরাই টোটো বিহার ও ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্য পাচার চালাত।
ইটাহারেও টোটো চুরি কাণ্ডে পুলিশ তাকে গ্রেফতার করে।এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও অন্যজন পলাতক। তার খোঁজ পেতে এজাবুলকে জেরা করছে পুলিশ। ছিনতাই টোটোটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চলছে তদন্ত। আন্তঃরাজ্য পাচার চক্রে চাঁচলে ধৃত ১ ব্যক্তি। মালদহের চাঁচল থানার জালালপুর থেকে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ।বিচারকের কাছে আবেদন চেয়ে ধৃতকে সাত দিনের হেফাজতে নিয়েছে চাঁচল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত পাচারকারীর নাম এজাবুল শেখ ওরফে পচা। বাড়ি জালালপুর গ্রাম পঞ্চায়েতের ডাহুকা গ্রামে।