Home Top News মোটা টাকায় বিদেশে চাকরি! ফাঁদে পড়েন অনেক বেকার যুবক

মোটা টাকায় বিদেশে চাকরি! ফাঁদে পড়েন অনেক বেকার যুবক

শিলিগুড়ি, ১৫ মার্চ: বিদেশে মোটা টাকার লোভনীয় চাকরি। সোশ্যাল মিডিয়ায় এমন বিজ্ঞাপন দিয়েছিল।  আর তাতে অনেকেই যোগাযোগ করেন। দেশের যা পরিস্থিতি তাতে অনেক বেকার যুবক-ই যোগাযোগ করে বিদেশে চাকরির জন্য।

কিন্তু শিলিগুড়ির ওই সংস্থার বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠলো একটি জব কনসালটেন্সির বিরুদ্ধে। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম অনির্বান সেন। প্রতারণা করতে এভাবেই সে কনসালটেন্সি সেন্টার খুলে বলে তদন্তে উঠে এসেছে।
জানা গিয়েছে, প্রায় ৪ মাস আগে শিলিগুড়ির একটি জব কনসালটেন্সি সোশ্যাল মিডিয়ায় বিদেশে চাকরির বিজ্ঞাপন দেয়। তা দেখে দার্জিলিং, পাঞ্জাব, মালবাজার সহ বিভিন্ন রাজ্যের বেকার যুবকেরা যোগাযোগ করেন।

তাদের অভিযোগ, বিদেশে চাকরি ও ভালো পারিশ্রমিকের কথা বলে যুবকদের থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়। এরপর ৪ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় প্রতারিতরা মঙ্গলবার রাতে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অনির্বান সেনগুপ্তকে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। আর এই ঘটনায় সচেতন করার কথা বলা হয়েছে। ভালো করে যাচাই না করে এভাবে চাকরির ফাঁদে পা না দিতে বলা হয়েছে। তাতে প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যায়।