বিধাননগর, ২৯ এপ্রিল: আজ ছোট্ট দিয়া পাঁচ বছরে পড়ল। তাই দিয়ার জন্মদিন উপলক্ষে ওর বাবা গৌরাঙ্গ প্রামানিক ও মা রুম্পা প্রামানিক ভবঘুরেদের আমন্ত্রিত অতিথিদের মতন করে খাওয়ালেন। মুরলিগঞ্জ ও বিধাননগরের রাস্তায় থাকা ভবঘুরেরাই যেন আমন্ত্রিত। গৌরাঙ্গবাবু বলেন, লকডাউনের জন্য কোন অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই আমার ইচ্ছে হল অনুষ্ঠানে যেভাবে আমন্ত্রিতদের খাওয়ানো হয়, সেইভাবে ভবঘুরেদের খাওয়াবো। রুম্পাদেবী বলেন, দিয়া এবার পাঁচ বছরে পড়ল। তাই পাশের বাড়ির মৌসুমীদি এবং বাবলিদিকে নিয়ে রান্নার আয়োজন করেছি।
আজ মেনু ছিল পাঁঠার মাংস, ডাল ভাত পাঁচমিশালি সব্জি, শাক, পাপড়, চাটনি, দই, মিষ্টি ও পায়েস। বিধাননগর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ সিংহ নিজে দাঁড়িয়ে থেকে খাবার পরিবেশন করান এবং তিনি অবাক হয়ে যান যে এত আয়োজন ভবঘুরেদের জন্য! তিনি বলেন, এটা সম্ভব হয়েছে সমাজকর্মী ও পুলিশ কর্মী বাপন দাসের সোস্যাল পোস্টের মাধ্যমে। সমাজসেবী বাপন দাস বলেন, একটি অনুষ্ঠানকে ব্যতিরেখে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় তার জ্বলন্ত উদাহরণ ছোট্ট দিয়ার মা ও বাবা রুম্পা প্রামানিক ও গৌরাঙ্গ প্রামানিক। আমি আশীর্বাদ করি দিয়া যাতে বড়ো হয়ে মানুষের মতন মানুষ হয়।