শিলিগুড়ি, ১১ এপ্রিল: খুশির খবরই বটে। অন্তত উত্তরবঙ্গের জন্য। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার তাদেরই তিন জনকে সুস্থ করে বাড়ি পাঠালেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা প্রত্যেকেই কালিম্পংয়ের বাসিন্দা। এদিন যারা বাড়ি ফিরছেন তাদের মধ্যে তিন বছরের এক শিশু রয়েছে। স্বাভাবিক কারণেই এই আক্রান্তদের সুস্থ কর বাড়ি ফেরাতে পারায় খুশির হাসি হাসলেন মেডিক্যালের চিকিৎসকরা। সেইসঙ্গে মাটিগাড়ার যে বেসরকারি হাসপাতাল সরকার অধিগ্রহণ করেছে সেই হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও গর্ব প্রকাশ করেন। হাততালি দিয়ে সাহস যোগান।
আর এদিকে ছুটি পেয়ে আক্রান্ত বলেন, ভয়ের কিছু নেই। যারা ভয় পাচ্ছেন তাদের জন্য বার্তা লড়াই করুন। মানসিক শক্তি বাড়ান। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন। মেডিকেল সূত্রে জানা গেছে এখনও আরও ৮ জন ভর্তি রয়েছেন। তারাও সুস্থ হওয়ার পথে। তাদেরকে রবি কিংবা সোমবার ছুটি দেওয়া হবে। উল্লেখ্য এই আক্রান্তরা কালিম্পং-এ মৃত্যু মহিলার আত্মীয়-স্বজন। ওই মহিলার সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়ে যা। তার পরে তাদেরকে মেডিক্যালের আইসোলেশন ও পরে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সাধারণত করোনায় আক্রান্তদের প্রথমে পজেটিভ এলে এক সপ্তাহ পরে তাদের একটি পরীক্ষা করা হয়। তাতে নেগেটিভ এলে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরেকটি পরীক্ষা করা হয়। এভাবে দ্বিতীয় রিপোর্টে নেগেটিভ এলে ছুটি দেওয়া হয়। এবার প্রথম উত্তরবঙ্গের এই তিন আক্রান্তকে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডাঃ দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রথম উত্তরবঙ্গে কোভিড-১৯ আক্রান্ত তিন জন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। এটা অত্যন্ত খুশির খবর। আমরা কাল কিংবা পরশু আরও বাকি যেকজন এখানে রয়েছেন, তাদের ছুটি দিতে পারব। তারা বাড়িতে গিয়ে আপাতত হোম আইসোলেশনে থাকবেন। আমরা সেই সঙ্গে বার্তা দিচ্ছি করোনা হলে ভয়ের কিছু নেই। আপনারা সরকারি নির্দেশ মানুন। এবং ঘরে থাকুন। করণা নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের টাস্ক ফোর্সের সদস্য জি কে ঢালি বলেন, আমাদের কাছে এটি অত্যন্ত খুশির খবর। আমরা বার্তা দিতে চাই ঘরে থাকুন সুস্থ থাকুন। তবে কোনো মানেই মৃত্যু নয়।
© গিরিশ মজুমদার