মেডিকেলের হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

এইচ.এন.ডেস্ক, ২৯ মার্চ: মেডিকেলের হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বুধবার ঘটনাটি ঘটেছে জোকার ইসিআইসি হাসপাতালের হস্টেলে। মৃতার নাম জ্যোতি গর্গ (২২)। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গিয়েছে, এদিন হস্টেল থেকে মেডিকেলের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।হস্টেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। ওই নোটে পড়াশোনার চাপকেই দায়ী উল্লেখ করা রয়েছে। ঘটনা নিয়ে ঠাকুরপুকুর থানায় মামলা দায়ের করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।