Home Top News মেজাজ হারালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ সেলিম

মেজাজ হারালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ সেলিম

মালদা, ১৩ মার্চ: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে মেজাজ হারান সিপিএমের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। স্পিকারকে তৃণমূলের চামচা বলে আক্রমণ। স্পিকারকে বেনোজির আক্রমণ করেন প্রাক্তন বাম সাংসদ।

তিনি বলেন, বাইরণ বিশ্বাসকে সাগরদিঘির মানুষ এম এল এ করেছে। স্পিকারের কাজ হল তাকে চিঠি পাঠান। স্পিকার হিসেবে কাজটা করুক ওতো তৃণমূলের চামচা হিসেবে কাজ করছে। স্পিকার একটা পদ কোন ব্যক্তি নয়। সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে দলীয় রাজত্ব কায়েম করা হচ্ছে। বিধানসভা মস্তানদের জায়গা নাকি।

বামফ্রন্ট কংগ্রেস শূন্য হয়েছে বলে যা খুশি করতে পারবে। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কথা কিন্তু তিনি তা করছেন না। আমি শুনেছিলাম উনি উকিল নাকি, উনি কি বটতলার উকিল। বিমান বন্দোপাধ্যায়ের পাশাপাশি এদিন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকারকে ভাঁড় বলে আক্রমণ করেন সেলিম। সোমবার দলীয় কর্ম সূচিতে এসে মিহির দাস ভবনে সাংবাদিক বৈঠকে একথা বলেন। তার এমন উক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে।