মৃত শুকরের মাংস খেয়ে বিষক্রিয়ায় মৃত বলে ধারণা

রাজগঞ্জ, ১২ এপ্রিল: আচমকাই একটির পর একটি শকুনের মৃত্যু হয় শিলিগুড়ি কাছে আমবাড়ি মেহেন্দিগছ এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান বিষয়টি। এলাকাটি মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করতোয়া নদীর পাড়ে। স্থানীয়রা দেখেন, নদীর পাড়ে বাঁশ বাগান জমি ও বালুর চরে একের পর এক শকুন মৃত অবস্থায় পড়ে রয়েছে। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারেন, নদীর পাড়ে কিছুদিন আগে একটি মৃত শুকর পড়ে থাকতে দেখা যায়। আর ওই শুকরের মাংস খেতে এসেছিল শকুনের দল। বাসিন্দারা শেষে খবর দেন বন বিভাগে। বেলাকোবা থেকে রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে একটি টিম এসে মৃত শকুনগুলো উদ্ধার করেন। তাতেই জানা যায়, সম্ভবত শুকরের মাংস খেয়েছে শকুনগুলো। এক এক করে ১৩টি শকুনের মৃত্যুতে তাই চাঞ্চল্য ছড়িয়ে পরে। উদ্বিগ্ন পাখিপ্রেমী সংগঠনের কর্মকর্তারা। এভাবে বিলুপ্তপ্রায় শকুনের মৃত্যু নিয়ে তাই একটা উদ্বেগ দেখা দিয়েছে। মৃত শকুনগুলি দেহ উদ্ধার করেছেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।করা হচ্ছে তদন্ত।