এইচ.এন.ডেস্ক, ৭ জুন: দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। ঘটনায় উদ্বিগ্ন সব মহল। এরই মাঝে ঘটে গেছে ঘূর্ণিঝড় নিসর্গের তান্ডব। রবিবার ভোর থেকে শুরু হয়েছে নতুন আতঙ্ক। মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকায় গ্যাসের গন্ধ। চেম্বুর, ঘাটকোপার, কাঞ্জুমার্গ, ভিকরোলি, পোওয়াই অঞ্চল থেকে গ্যাস লিকের অভিযোগ উঠেছে। কিছুদিন আগে ভাইজ্যাগের বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন বহু মানুষ৷ ফলে মুম্বাইয়ে ঘাসের গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনের লোকজন৷ ১৭টি দমকলের ইঞ্জিনকে তৈরি রাখা হয়৷ যেই সব এলাকা থেকে গ্যাস লিকে খবর আসে, সেই সব এলাকা চিহ্নিত করে প্রশাসনের আধিকারিকরা৷ তখনই জানা যায় যে এক ওষুধ কোম্পানির থেকে এই গন্ধ ছড়িয়েছে৷ ওই কোম্পানিতে সতর্ক করেছে প্রশাসন৷ তবে দুর্গন্ধ পেলে ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে নাক-মুখ ঢাকার পরামর্শ দিয়েছেন মুম্বই কর্পোরেশনের আধিকারিকরা৷