Home দেশ মুম্বইতে সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়

মুম্বইতে সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়

এইচ. এন. ডেস্ক: রোদ আর গরমে নাজেহাল সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এক অনুষ্ঠানে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষন বসে থাকা কারো পক্ষে সম্ভব নয়। রবিবার মুম্বাইতে প্রখর রোদে খোলা আকাশের নীচে চলছিল একটি সরকারি অনুষ্ঠান। দীর্ঘক্ষণ ধরে চলা এই অনুষ্ঠানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আরো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।
রবিবার নভি মুম্বইতে সরকারি উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল মহারাষ্ট্র সরকার। খোলা আকাশের নীচে মঞ্চ বেঁধে চলছিল ভূষণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। দীর্ঘক্ষন ধরে চলছিল অনুষ্ঠান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সেসময় মুম্বইয়ের তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই অনুষ্ঠানে প্রচণ্ড গরমে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৫০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি টুইট করেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক, যে সরকারি অনুষ্ঠান দেখতে গিয়ে মানুষগুলি প্রাণ হারালেন।’