Home রাজ্য মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষাধিক টাকা দান

মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষাধিক টাকা দান

এইচ.এন. ডেস্ক, ২৮ এপ্রিল: মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ লক্ষাধিক টাকা দিল
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি আলুমনি অ্যাসোসিয়েশন। বিভাগীয় মন্ত্রী স্বপন দেবনাথের হাতে ওই চেক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক গুরুচরণ দত্ত ও অন্যান্য সদস্যরা। এছাড়া আরও দেড় লক্ষ টাকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে। এছাড়া পূর্ব বর্ধমানের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের উন্নয়নকল্পে ৫১ হাজার টাকা দেওয়া হয়। সংগঠনের সদস্য রাজগঞ্জ ব্লক প্রাণিসম্পদ আধিকারিক উমাশঙ্কর সেন বলেন, এদিন ত্রাণ তহবিলে দান করা ছাড়াও গত মার্চ মাসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি দেড় লক্ষ টাকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে।