মুখে মাস্ক পরে পাত্র পাত্রী হাজির, অনুষ্ঠান হল না বিয়েতে

শিলিগুড়ি, ১৩ মে: করোনার মধ্যেও থেমে নেই বিয়ে। সমস্ত নিয়ম মেনেই এই বিয়ে। বুধবার এক সুন্দর মুহূর্ত গড়ে উঠল ফাঁসিদেওয়া থানা এলাকায় রাঙাপানিতে। প্রাচীন কালী মন্দিরে গিল্টি সিংহর ভাস্তা পরিতোষ সিংহ বিয়ে করলেন। পরিতোষবাবু পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী মেনে দুপুর দুটো নাগাদ বিয়ে করেন। দার্জিলিং মোড় শিলিগুড়ির বাসিন্দা যতীন বর্মনের মেয়ে মনিকা বর্মনের সঙ্গে দুজনের হাতে হাত রেখে চার হাত এক হল। পাত্রের কাকা গিল্টি সিংহ জানান, সব নিয়মাবলী মেনে আমরা এরকম একটি মেলবন্ধনের আবদ্ধ করলাম। আমার ভাস্তা ও মনিকা বর্মন নামে ভাস্তাবৌকে নিজের বাড়িতে যাতে তুলতে পারে সেই দিক ভেবে এই সিদ্ধান্ত। অনুষ্ঠানে সকল মানুষকে একজোট না করে নিয়ম কানুন সহ লকডাউন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। তাই মন্দিরে গিয়ে মাস্ক পড়ে এই বিয়ে হল। মন্দিরের পুরোহিত মাস্ক পড়ে মন্ত্র পড়লেন। বাকিরাও মাস্ক পড়ে এলেন।