এইচ.এন.ডেস্ক, ২৪ মার্চ: জেলে ফিরে যেতে হবে আসামিদের। ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কোভিড আবহে দেশের জেলগুলি থেকে অনেক আসামী ও বিচারাধীন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল। আড়াই বছর আগে কোভিড ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই দিতে ওই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মুক্তি পাওয়া জেলবন্দিদের আত্মসমর্পণ করার কথা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পরে সঠিক আদালতে গিয়ে জামিনের আবেদন করা যাবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।