নন্দপ্রসাদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মিডডে- মিলের ঘর পেল। শনিবার উদ্বোধন করলেন নকশালবাড়ি ব্লকের বিডিও বাপি ধর। উপস্থিত ছিলেন নকশালবাড়ির থানার ওসি সুজিত দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতীশ ঘোষ ও বিদ্যালয়ের সহকারী প্রধান কাজল দে ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মী এবং সকল ছাত্রছাত্রীরা।