মাস্ক না পড়ায় এবার কড়া হয়ে উঠল পুলিশ

শিলিগুড়ি, ১৬ এপ্রিল: মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ার এবার করা পদক্ষেপ নিচ্ছে পুলিশ। চলেছে তাদের ব্যাপক অভিযান। যে কোনও জায়গায় আচমকা অভিযান চালাতে পারে পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন রানিডাঙ্গা এলাকায় অভিযান হল পুলিশের। রাঙাপানি আউট পোস্ট ও বাগডোগরা থানার পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু করে। মাস্ক ছাড়া চলাচলই নয়, অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে কিংবা লকডাউন অমান্য করলেই কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এদিন এলাকায় রাস্তায় গাদাগাদি করে ছোট গাড়ি করে লোক যাতায়াত করায় আটক করা হয় কয়েকটি গাড়ি। একইভাবে বাইক নিয়ে ঘোরাঘুরি করাতেও আটক করা হয়েছে অনেকে যুবককে। মাস্ক না পড়ে বাজারে আসাতেও আটক করা হয়েছে। পুলিশ কদিন ধরেই সতর্ক করে দেয়। রাজ্য ও কেন্দ্রের থেকে নির্দেশ রয়েছে। তারপরও তা উপেক্ষা করে রাস্তায় নামে অসচেতন মানুষ। তাই রাস্তাতেই ২৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই অভিযান চলে রাঙ্গাপানি রানিডাঙ্গা এলাকায়। শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লাগাতার অভিযান চলবে।
তাই সাবধান। মাস্ক ছাড়া অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না। পুলিশ সক্রিয় হয়ে উঠেছে। ঘরে থাকুন সুস্থ থাকুন। লকডাউন মেনে চলুন।