মাস্ক না পরলে জরিমানা ও জেল!

এইচ.এন.ডেস্ক, ১৪ জুন: মাস্ক না পরলে ৫ হাজার টাকা জরিমান এবং ৬ মাসের জেল হতে পারে। এমনই পদক্ষেপের পথে হাঁটল উত্তরাখণ্ড সরকার।এমনই অধ্যাদেশে শনিবার সিলমোহর দিয়েছেন সে রাজ্যের রাজ্যপাল বেবি রানি মৌর্য। এর আগে কেরল ও ওড়িশার সরকার এমনই কড়া পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা ১৭০০। মৃত্যু ২১ জনের।
অন্যদিকে, মাস্ক না পরলে দিল্লি ১০০০ টাকা, উত্তর প্রদেশ ৫০০, ছত্তীসগঢ় ১০০ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়। আরও এক ধাপ এগিয়ে আমেদাবাদে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার ঘোষণা করে প্রশাসন।
ভারতে ৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ৯ হাজার। জুন-জুলাইয়ে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতে ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই ভারত ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সে দিকে তাকিয়ে সকলে।