Home রাজ্য মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই নেওয়া হবে করা ব্যবস্থা

মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই নেওয়া হবে করা ব্যবস্থা

কলকাতা, ১৩ এপ্রিল: রাস্তায় অতি প্রয়োজনে বের হলে পড়তে হবে মাস্ক। মাস্ক পড়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। রবিবার জারি করা নির্দেশিকায় রাজ্যের তরফে বলা হয়েছে, প্রকাশ্যে কোথাও বেরোলেই মুখ–নাক ঢাকা বাধ্যতামূলক। মাস্ক না থাকলে ওড়না বা রুমালও ব্যবহার করা যাবে। কাপড়ও অনেকক্ষেত্রে ব্যবহার করা যাবে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সমস্ত রকমের সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে।
ইতিমধ্যেই মাস্কের ব্যাপারে কঠোর পদক্ষেপ করেছে পড়শি রাজ্য ওডিশা। সেখানকার সরকার নিয়ম করেছে, বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। আর সেটা না হলেই ২০০ টাকা জরিমানা। পর পর তিনবার একই ভুল করলে ২০০ টাকা করেই প্রতিবার জরিমানা দিতে হবে নিয়ম ভঙ্গকারীকে। কিন্তু চতুর্থবার একই ভুল করলে জরিমানার পরিমাণ হবে ৫০০ টাকা।
চিকিৎসকদের মতে, মুখ–নাক ঢাকা থাকলে সংক্রামিত হওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে। সেই কারণেই এ ব্যাপারে আরও গুরুত্ব আরোপ করল রাজ্য। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরামর্শ দিয়েছিলেন, বাইরে বেরোলেই যেন সবাই মাস্ক পরেন। এমনকি বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তৃতায় মোদী এও বলেন, ঘরে থাকলেও মুখে একটা কাপড় জড়িয়ে রাখুন। তাতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কম থাকে। এবার তাই বাংলা দিল্লি, মহারাষ্ট্র, ওডিশার পথে হাঁটল।