মালিভিটাতে পাঁচ দিনব্যাপী রাসমেলায় রাজবংশী সংস্কৃতি

রাজগঞ্জ, ২২ নভেম্বর: রাজগঞ্জের মালিভিটাতে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রাসমেলা। উদ্বোধন করেন বেলাকোবা রেঞ্জের বিট অফিসার পাঞ্চালী রায়। সঙ্গে ছিলেন দীপক রায় প্রধান ও পঞ্চায়েত সদস্য তপন রায়। রাজডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পরিচালনায় এবছর ৩৪তম বর্ষ রাসমেলা। হরেক রকম দোকান, মনোরঞ্জনের জন্য নাগরদোলা সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে।
কমিটির সম্পাদক বলেন, এই রাসমেলার মাধ্যমেই রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তাই মেলা উপলক্ষে প্রতিবছরের ন্যায় প্রতিদিন ভাওইয়া গান ও পালাগানের করা হয়েছে। এছাড়া শেষের দিনে বিনামূল্যে অর্কেস্ট্রা আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এলাকার মানুষের সহযোগিতা ছাড়াও বনদপ্তরের পক্ষ থেকে পাকা ক্লাবঘর ও শৌচালয় করে দেওয়া হয়েছে। প্রতিবছর প্রচুর মানুষের সমাগম হয়। এবছর আরও বেশি সমাগম হবে বলে তারা আশাবাদী।