Home রাজ্য উত্তরবঙ্গ মালদা থেকে বন্ধুদের সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে গিয়ে মারা গেল যুবক

মালদা থেকে বন্ধুদের সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ে গিয়ে মারা গেল যুবক

মালদা, ২৬ ফেব্রুয়ারি: মালদা জেলা থেকে বাইকে করে চার বন্ধু মিলে গিয়েছিল দার্জিলিংয়ের ত্রিবেণী ঘুরতে। তিনজন ফিরে এলেও আসতে পারেনি একজন। না ফেরার দেশে চলে গিয়েছে সৌরভ সাহা নামে ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর অঞ্চলের পঁচিসা এলাকার যুবক সৌরভ সাহা তার তিন বন্ধুর সঙ্গে বাইক নিয়ে কয়েকটি জায়গায় ঘোরার উদ্দেশ্যে বের হয়। তারা দার্জিলিং জেলার ত্রিবেণীতে যায়। ফেরার পথে সৌরভ সাহা বাইক দূর্ঘটনায় মারা গিয়েছে বলে জানা যায়। ওই দুর্ঘটনায় মহম্মদ সাগীর নামে আরেক যুবক গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আজ সৌরভের মৃতদেহ বাড়িতে ফেরার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও প্রতিবেশীরা।