মালদা: দুষ্কৃতীদের তৈরি সুড়ঙ্গ গুঁড়িয়ে দিল পুলিশ। মালদার মোথাবাড়ি থানার সাঁতরাগাছি বাঁধের কাছে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ। একটি বাঁশ বাগানের মধ্যে লোহার ছোট গেট তৈরি করে বিশাল সুড়ঙ্গ করা হয়। সুড়ঙ্গটি বেশ গভীর এবং বড়। থাকার ব্যবস্থাও আছে। সেখানে অনেক মদের বোতল ও অন্যান্য সরঞ্জাম পাওয়া গিয়েছে। গোপন সূত্রে খবর পৌঁছায় পুলিশের কাছে। পুলিশ বুলডোজার দিয়ে সুড়ঙ্গ ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি। কে বা কারা কি উদ্দেশ্যে এই সুড়ঙ্গ তৈরি করেছিল তা এখনো স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরাই এই সুড়ঙ্গ তৈরি করেছে। সুড়ঙ্গটি তৈরি করতে বেশ কিছুদিন সময় লেগেছে। দুষ্কৃতীর দল হয়তো এখানে লুকোনোর জন্য তৈরি করেছে। আপত্তিকর জিনিসপত্র লুকিয়ে রাখার জন্যও এই সুড়ঙ্গ তৈরি করা হতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।