মালদার মৃত তিন ছাত্রের পরিবারকে ২ লক্ষ টাকা করে সরকারি সাহায্য

মালদা, ২২ অক্টোবর: মালদা জেলায় জলে ডুবে মৃত নাবালক তিন ছাত্রের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী ও জেলা শাসক নীতিন সিংহানিয়া পরিবার গুলির সঙ্গে দেখা করে তাদের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেন। প্রসঙ্গত: গত রবিবার মালদার মালতিপুর বিধানসভার মাগুরা মহানন্দা নদীতে ছয় বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা স্নান করতে গিয়েছিল। কিন্তু স্নান করার সময় তিন বন্ধু আগেই বাড়ি ফিরে আসে। এরপর বাকি তিনজন মিলে স্নান করছিল। তখনই হঠাৎ করে তিনজন জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে উদ্ধার কার্য শুরু করেন। অবশেষে বিকেল নাগাদ তিনজনের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।আজ শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী ও সামসিরি বিডিও শেখর শেরপা, সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, থেকে অঞ্চল ও ব্লক নেতৃত্ব। পরিবারগুলিকে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন।