মালদা, ১১ আগস্টে: মালদায় ফের চাকরির নামে প্রতারণা অফিসের খোঁজ পাওয়া গেল। মঙ্গলবার হবিবপুর থানার বুলবুলচন্ডীতে ভুয়ো সংস্থার পর একই সংস্থার নাম দিয়ে প্রতারনার অভিযোগে ইংরেজবাজারের ৬নম্বর ওয়ার্ডের ১নম্বর কলোনী এলাকায় অভিযান করে পুলিশ। আটক করা হয়েছে সাতজন মহিলাকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও বেশকিছু নথি। সেইসব খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
ইংরেজবাজারের ১নম্বর গভমেন্ট কলোনী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে চাকরির নামে প্রতারনার অফিস খুলে বসে। পুলিশ অভিযোগ পেয়ে অভিযান চালায়। বাড়ির মালিক অপু সাহা জানান, অফিস করবে বলে আমার কাছে ঘর ভাড়া নিয়েছে। সেই মত ঊফিস করেছিল।
জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলায় আরও এধরনের অফিস রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।