মালদা, ৪ মে: লকডাউনের মাঝে মালদায় এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। সোমবার সকালে চাঁচল-১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেবা গ্রামের মার থেকে মৃতদেহটি উদ্ধার হয়।
মৃতের নাম আনসার আলি(৩৬)।
জানা গিয়েছে, ভেবা গ্রামের ওই ব্যক্তি রবিবার রাতে নিজের জমিতে মেশিন পাহারা দেওয়ার জন্য গিয়েছিলেন। এদিন সকালে স্থানীয়দের নজরে পড়ে আনসারের গলাকাটা দেহ গাছের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।