দক্ষিণ ২৪ পরগনা: ৬ মার্চ: এক নির্মল ঘটনার সাক্ষী রইল অনেকে। স্বামী – স্ত্রীর বনিবনা না হওয়ায় দুজনের বিচ্ছেদ হয়। অনেকদিন পর মাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে মায়ের কোলে ওঠেন শিশু। সেই রাগেই ওই শিশুকে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার হবি ডাক্তারের মোড় এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম রোহিত ( ৮ )। তার বাবা রফিক শেখ ও মা রূপসা বিবি। তাদের মধ্যে বনিবনা ছিল না। কিছুদিন আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে। শর্ত অনুযায়ী, বিচ্ছেদের পর থেকে রোহিত থাকে তার বাবার কাছে। রোহিতের এক বোন থাকে মায়ের কাছে।
গত;শনিবার একটি নিমন্ত্রণ বাড়িতে মায়ের সঙ্গে দেখা হয় রোহিতের। মাকে দেখে স্থির থাকতে পারেনি শিশুটি। ছুটে গিয়ে মায়ের কোলে ওঠে। মা-ও তাকে আদর করে। তা দেখে ফেলেছিল রোহিতের বাবা রফিক। যার জেরে ছেলের উপর রাগে ফেটে পড়ে। সেই রাগে ছেলেকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। রোহিতের মৃতদেহ উদ্ধার হয় বরিজপুর এলাকার একটি জলাশয় থেকে। পরিবারের লোক জানতে পারে রোহিত তার বাবার সঙ্গে ওই বরিজপুর এলাকায় গিয়েছেছিল। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।