Home রাজ্য উত্তরবঙ্গ মামা বাড়িতে গিয়ে মায়ের চোখের সামনে ভেসে গেল শিশু

মামা বাড়িতে গিয়ে মায়ের চোখের সামনে ভেসে গেল শিশু

কোচবিহার, ১৬ এপ্রিল: মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে এসে অকালে প্রাণ গেল এক শিশুর। চোখের সামনে এমন ঘটনায় বাকরুদ্ধ পাকরুদ্ধ তার মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের দর্জিপাড়ার এক শিশু তার মায়ের সঙ্গে টাপুরহাট সুটকাবাড়ি এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসে। তার নাম সোহানা পারভীন, বয়স ১১ বছর।
আজ সকালে তার মার সাথে স্থানীয় তোর্সা নদীতে স্নান করতে যায়। জলে স্নান করতে নেমে মায়ের চোখের সামনেই মেয়েটি স্রোতে ভেসে যায়। মায়ের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে এসে উদ্ধারে নেমে পড়েন। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ফাঁসিরঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। তড়িঘড়ি তাকে কোচবিহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।