এইচ. এন. ডেস্ক: ১৯ মে: এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানে আছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা এবারে পেয়েছেন ৬৯৭ নম্বর। শতাংশের হারে যা ৯৯.৫৭ শতাংশ। মাধ্যমিকে প্রথম হওয়ার খবর জেনে দারুণ খুশি দেবদত্তা। তিনি জানিয়েছেন যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান।
যুগ্ম দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের পড়ুয়া শুভম পাল এবং মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির রিফত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা।
এবছরে ১৬ জেলার মোট ১১৮ জন প্রথম দশে স্থান করে নিতে পেরেছেন। তারমধ্যে মালদা জেলার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জন, বাঁকুড়ার ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ১৩ জন, পূর্ব মেদিনীপুরের ১১ জন, উত্তর ২৪ পরগনার ৯ জন, পশ্চিম মেদিনীপুরের ৯ জন, পুরুলিয়ার ৬ জন, হুগলির ৫ জন, হাওড়ার ৪ জন, কোচবিহারের ৩ জন, বীরভূমের ২ জন এবং নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।