মাদক খাইয়ে টাকা পয়সা নিয়ে দুষ্কৃতীরা ফেলে গেল যুবককে

ইসলামপুর, ২৩ ডিসেম্বর: আজ দুপুরে ইসলামপুর বাস টার্মিনাসে একটি ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। ছেলেটি নিম্নলিখিত তথ্য গুলি দিয়েছে। তবে স্পষ্ট নয়।
নাম- শাহজাহান, বয়স-২১ বছর, বাবার নাম- মহ: আলী, বাড়ি- গোয়াবাড়ি, দাসপাড়া, চোপড়া।
তাছাড়াও ছেলেটি জানিয়েছে সে দার্জিলিংয়ে রাজ মিস্ত্রির কাজ করে। সে একটি নতুন ব্যাগ কিনেছিল। হয়তো সেই বেগেই তার জামাকাপড় ছিল। টাকাপয়সা ছিল। তাছাড়া তার কাছ থেকে কোনো মোবাইল ফোন বা কিছুই পাওয়া যায় নি। স্থানীয় ও পুলিশের প্রাথমিক ধারণা হয়তো কেউ তাকে মাদক খাইয়ে তার টাকা, ব্যাগ, মোবাইল সব নিয়ে পালিয়ে গেছে। প্রথমে তাকে ইসলামপুর থানাতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তার অবস্থার কোনো পরিবর্তন না দেখতে পেয়ে তাকে আজ রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে আসনে কয়েকজন যুবক।