মাদক ও নগদ টাকা সহ তিন যুবক গ্রেপ্তার

ডালখোলা, ২৭ আগস্ট: মাদক ও নগদ টাকা সহ তিন যুবককে গ্রেপ্তার করে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক। ধৃতরা হল মহম্মদ রকিবুল, আনারুল হক, এবং আকমল হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ পুর্নিয়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে রাজদরবার হোটেলের সামনে দুটি বাইকে তল্লাশি চালালে ২৬০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় মাদক পাচারের সাথে যুক্ত তিন যুবককে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। ধৃতদের শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ওই মাদক পাচারের সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।