Home বিদেশ-প্রবাস মাত্র ৫ সপ্তাহে এখানে আক্রান্ত প্রায় ৯০ হাজার মানুষ

মাত্র ৫ সপ্তাহে এখানে আক্রান্ত প্রায় ৯০ হাজার মানুষ

নিউজ ডেস্ক, ২৮ মার্চ: দিন দিন ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এই দেশ। চিকিৎসা ব্যবস্থা এত উন্নত। তার পরও হাহাকার এই দেশে। হাসপাতালে জায়গা নেই, যেখানে সেখানে বেড ফেলে রাখা হচ্ছে আক্রান্তদের। চিকিৎসা করার কেউ নেই। ফলে করোনায় ইতালিতে একদিনের মৃত্যু হল প্রায় ১০০০ জনের। যা এখনও করোনায় মৃত্যুর রেকর্ড। করোনায় একদিনে এতজন আর কোনও দেশে মারা যাননি। ডিসেম্বরে চীনে এই ভাইরাস সংক্রমণের পর একদিনে এত মৃত্যু সম্ভবত সেদেশেও হয়নি। 
মাত্র পাঁচ সপ্তাহ আগেই ইতালিতে এই মারণ ভাইরাস হানা দেয়। ইতালিতে আক্রান্তের সংখ্যা এইমুহূর্তে প্রায় ৮৬ হাজার ৫০০। আক্রান্তের সংখ্যায় এইমুহূর্তে আমেরিকা, চীনকেও ছাপিয়ে গেছে ইতালি। শুক্রবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৯ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯১৩৪। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোটেও অনুকূল নয়। ইতালি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ কয়েকমাস লাগবে। বাড়বে না কমবে কারও হাতে নেই কিছু।