Home Top News মাঠে গেলেই কামড়াতে চলে আসছে একটি শেয়াল

মাঠে গেলেই কামড়াতে চলে আসছে একটি শেয়াল

মালদা, ২৭ ফেব্রুয়ারি: মাঠে গেলেই শেয়ালে কামড়ে দিচ্ছে। ভয়ে একপ্রকার গৃহ বন্দি বাসিন্দারা। মালদার মানিকচকে রাতের অন্ধকারে নয়। দিনের আলোয় শিয়ালের হামলায় রীতিমতো আতঙ্কিত রয়েছেন মালদার মানিকচকের বাঙ্গাল গ্রামের স্থানীয় বাসিন্দারা।
একদিনেই শেয়ালের কামড়ে জখম বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের জমিতে কাজ করতে যাচ্ছিলেন চাষি শুকুরুদ্দিন। হঠাৎ দিনে দুপুরে একটি শেয়াল তাঁর উপরে হামলা করে।
তাঁর হাতে কামর বসায়। শুকুরুদ্দিনের চিৎকারে কয়েকজন ছুটে এলে সেখান থেকে পালায় শেয়ালটি। অন্যদিকে জমিতে কাজ করার সময় শেখ সাজিরুদ্দিনের ওপর হামলা করে একটি শেয়াল। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জমিতে কাজ করতে যেতে পারছেন না তারা। ফাঁকা রাস্তায় একা যাতায়াত করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। স্থানীয় বাহিন্দাদের দাবি শেয়ালটি পাগল হয়ে মানুষের ওপর হামলা করছে অথবা খাদ্যাভাবের কারণে শিয়ালটি মানুষকে কামর দিচ্ছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করা হচ্ছে।