Home রাজ্য উত্তরবঙ্গ মাটিগাড়া থানার পুলিশ এই অভিযান চালায়

মাটিগাড়া থানার পুলিশ এই অভিযান চালায়

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: এবারও মাটিগাড়া থানা এলাকা। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।
ফের একবার বড়োসড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ । শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্কুটি সহ এক যুবককে শিবমন্দির বিএড কলেজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। তার থেকে প্রায় ১৮৫ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। এরপর তাকে গ্রেফতার করে মাটিগারা থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত যুবকের নাম বাবলু বর্মন ও সে নকশালবাড়ির রায় পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে মাটিগারা থানার পুলিশ।
পুলিশ তদন্ত করে দেখছে।