Home রাজ্য উত্তরবঙ্গ মাছ চুরির দায়ে শিলিগুড়িতে বিড়ালকে মেরে ফেলার অভিযোগ!

মাছ চুরির দায়ে শিলিগুড়িতে বিড়ালকে মেরে ফেলার অভিযোগ!

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি : শিলিগুড়িতে বিড়ালের রহস্য মৃত্যু। মৃত ওই বিড়ালের মালকিন শেষে জানতে পারেন আসলে বিড়ালকে বিষ প্রয়োগে মারা হয়েছে।এনিয়ে তিনি প্রতিবেশী এক জনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রতিবেশীর বাড়ি থেকে মাছ চুরি করে খেয়েছিল বলেই মেরে ফেলা হয়েছে বিড়লাকে। বাকি আরো তিনটি বিড়াল অসুস্থ হয়ে পড়েছে এঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির পরেশনগর এলাকায়। জানাগেছে, পরেশনগরের বাসিন্দা পচালিকা দেবী বিড়াল কয়েকটি পোষেন। সেই সমস্ত বিড়ালকে খাবারও দেন বহুদিন থেকে। কদিন ধরে ধরে ৪টি বিড়াল তার বাড়িতে না আসায় চিন্তায় পড়ে পচালিকা দেবী। এরপরই বিড়ালগুলিকে খোঁজাখুঁজি শুরু করেন। চারটি বিড়ালকেই গুরুতর অসুস্থ অবস্থায় খুঁজে পান। তাদের চিকিৎসা করান। ইতিমধ্যেই ১ টি বিড়াল মারা গিয়েছে। এই ঘটনায় তিনি বলেন, কিছুদিন আগে তার বাড়ির আশপাশে একটি বাড়িতে ওই চারটি বিড়াল মাছ চুরি করে খেয়েছিল। সেসময় কয়েকজন বিড়ালগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেয়। অনুমান বিড়ালগুলিকে কিছু খাওয়ানোয় অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও বিড়ালের প্রকৃত মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। অসুস্থ কিংবা অন্য কোনো ঘটনায় মৃত্যু কিনা তাও দেখার দাবি উঠছে একটা মহলে।